Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 


সুজলা, সুফলা, শস্যে শ্যামলা এই বাংলার উত্তরবঙ্গেও নিভৃত কোণে লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলা কৃষিতে একটি সম্ভাবনাময় জনপদ। এটি জেলা সদর থেকে ৩০ কি.মি. দূরে অবস্থিত। এ উপজেলার আয়তন প্রায় ২৩৬.৯৪ কি.মি.। এখানকার অধিকাংশ কৃষক ভূমিহীন ও প্রান্তিক । কৃষি পরিবেশ অঞ্চল ২ ও ৩ এর আওতায় এখানকার মাটির প্রকৃতি বেলে দোআঁশ ও দোআঁশ প্রকৃতির।এখানে রয়েছে ফসলের বৈচিত্রতা। এখানে বছরব্যাপী বিভিন্ন মৌসুমে দানা জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল, কন্দাল ফসল ও শাকসবজি উৎপাদিত হয়ে থাকে। রবি মৌসুমে কৃষকেরা তামাক চাষে অভ্যস্ত । তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় বর্তমানে তামাকের আবাদ ক্রমাগত কমে যাচ্ছে। অন্যদিকে ভুট্টার মতো উচ্চমূল্যে ফসলের আবাদ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পানি সাশ্রয়ী রোপা আউশের আবাদও ক্রমাগত বেড়ে চলেছে। এ এলাকায় লিচু, আম ও  পেয়ারার বাগান স্থাপনে কৃষকেরা ক্রমেই আগ্রহী হয়ে উঠছে। ফসলের উন্নত জাত, ভাল বীজসহ বিভিন্ন কৃষি উপকরণের সহজলভ্যতা, সহজ শর্তে কৃষি ঋণ প্রবর্তন এবং উৎপাদিত পণ্যেও বাজার মূল্য নিশ্চিত করা গেলে এ এলাকা কৃষিতে আরও অগ্রসর হবে। চাহিদা ভিত্তিক ফলপ্রসূ  কৃষি সম্প্রসারণ সেবা নিশ্চিত করার মাধ্যমে আমরা এ প্রত্যশা বাস্তবায়নে বদ্ধ পরিকর।